প্রধানমন্ত্রীর নামে বানান বিভ্রাট রেখেই সেলফি পোষ্ট করলেন তৃণমূলপন্থী অভিনেতা

23rd January 2021 10:21 pm কলকাতা
প্রধানমন্ত্রীর নামে বানান বিভ্রাট রেখেই সেলফি পোষ্ট করলেন তৃণমূলপন্থী অভিনেতা


নিজস্ব সংবাদদাতা( কলকাতা ) : বেসুরো বেশ কিছুদিন ধরেই তৃণমূল পন্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ । তবে রাজনৈতিক ভবিষ্যৎ কি তা নিয়ে খোলসা করে কিছুই বলেননি টলিপাড়া র পরিচিত এই মুখ । কিন্তু ২৩ শে জানুয়ারী রাতে তার নিজের ফেসবুক পেজে সেলফি ছবি পোষ্ট করার পর অনেকটাই পরিষ্কার হচ্ছে পরিস্থিতি বলে অনেকেই মনে করছেন । নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে ঘোষনা করেছে কেন্দ্র । এই গুরুত্বপূর্ণ দিনে কলকাতায় এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ভিক্টোরিয়া মেমোরিয়াল এর প্রাঙ্গনে বহু মানুষের উপস্থিতিতে যোগ দেন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন রাজ‍্যপাল জগদীপ ধনখড় , মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়  সহ অনান‍্যরা । সেই অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারী , কৈলাশ বিজয়বরগী সহ অনান‍্যরাও । স্বয়ং প্রধানমন্ত্রী র সাথে সেলফি ছবি তুলে পোষ্ট করেছেন রুদ্রনীল ঘোষ । যদিও প্রধানমন্ত্রীর নামে বিভ্রাট ঘটিয়েছেন তিনি । ছবি উপরে লেখা প্রধানমন্ত্রীর নাম যা লিখেছেন রুদ্রনীল " NARADRA MODI "  ! যা নিয়ে কটাক্ষ ও করছেন বহুজন সোশাল সাইটেই । সেই ছবিতে দেখা যাচ্ছে রাজ‍্যপালকেও ‌ । তবে কি রুদ্রনীল এবার সরাসরি পদ্ম শিবিরে ? তা সময় বলবে । যদিও ইতিপূর্বে রুদ্রনীলের বাড়িতে গিয়ে কথাও বলে এসেছেন শঙ্কুদেব পান্ডা । এরপর কি পদক্ষেপ ঘোষনা করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ তার জন‍্য অপেক্ষা রাজনৈতিক মহলের ।

ছবি সৌ : রুদ্রনীল ঘোষ ফেসবুক





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।